নখের রঙ বদল: সতর্কবার্তা না কি সাধারণ পরিবর্তন?

নখ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আপনার স্বাস্থ্যেরও প্রতিফলন। 

নখের রঙ বা আকৃতি বদলে গেলে তা শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। 

সুস্থ নখ সাধারণত মসৃণ, হালকা গোলাপি এবং প্রান্তে সাদা হয়।

তাই নখের রঙে পরিবর্তন দেখলে অবহেলা না করে সতর্ক হওয়াই ভালো।



Comments

Popular Posts