শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা, প্লাবিত ১৬৩ গ্রাম


অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় অন্তত ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৫০টি গ্রাম বন্যায় তলিয়ে গেছে। ফসলি জমি নষ্ট হয়েছে এবং পুকুরের মাছ ভেসে গেছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে।


পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে এবং পানি উপচে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদীর পানি বাড়তে থাকে, যার ফলে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘবেড় ইউনিয়ন এবং গড়কান্দা ও নিচপাড়া এলাকায় বন্যার পানি ঢুকে পড়ে। চেল্লাখালী নদীর পানিতে নন্নী-আমবাগান সড়ক, নন্নী-মধুটিলা ইকোপার্ক সড়ক এবং আমবাগান-বাতকুচি সড়ক তলিয়ে গেছে, ফলে এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Comments

Popular Posts